HSC ICT || এইচএসসি আইসিটি ৫ম অধ্যায় এর সি প্রোগ্রামিং অনলাইন প্রাকটিস লিংক
আজকের আর্টিকেলে আপনি ৫ম অধ্যায় এর সি প্রোগ্রামিং এর অনলাইন লিংক পাবেন। এখানে বেশ কিছু অনলাইনের লিংক দিয়ে দেবো যেটাতে আপনি সহজেই ঘরে বসেই প্রাকটিস করতে পারবেন।
সি প্রোগ্রামিং অনলাইন প্রাকটিস লিংক
নিচে আমি নাম্বার উল্লেখ করে লিংকগুলো এবং ওয়েবসাইটের নাম দিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই এই কোডগুলো প্রাকটিস করতে পারবে।
১. One ComPiler ওয়েবসাইট
এখানে প্রবেশ করার পর শিক্ষার্থীরা যেখানে প্রাকটিস করতে পারবে সেই লিংকটি আমি নিচে দিয়ে দিচ্ছি। যেন বাড়তি সময় নষ্ট না হয় খোজার জন্য।
প্রাকটিস করার লিংক = ক্লিক করুন এখানে
২. Online GBD ওয়েবসাইট
এখানে প্রবেশ করার পর শিক্ষার্থীরা যেখানে প্রাকটিস করতে পারবে সেই লিংকটি আমি নিচে দিয়ে দিচ্ছি। যেন বাড়তি সময় নষ্ট না হয় খোজার জন্য।
প্রাকটিস করার লিংক = ক্লিক করুন এখানে
৩. Tutorial Point ওয়েবসাইট
এখানে প্রবেশ করার পর শিক্ষার্থীরা যেখানে প্রাকটিস করতে পারবে সেই লিংকটি আমি নিচে দিয়ে দিচ্ছি। যেন বাড়তি সময় নষ্ট না হয় খোজার জন্য।
প্রাকটিস করার লিংক = ক্লিক করুন এখানে
সি প্রোগ্রামিং এ টিউটোরিয়াল
নিচের লিংকটিতে শিক্ষার্থীরা ঘরে বসেই সি প্রোগ্রামিং এর বিভিন্ন কোডগুলো দেখতে পাবে। আমি সহজেই বোঝার জন্য সরাসরি লিংকটিই দিয়ে দিচ্ছি।
কোড প্রাকটিস করার জন্য = ক্লিক করুন এখানে
ওয়েবসাইটের নাম = Beginners Book
সি প্রোগ্রামিং এর অনলাইন লিংক
আমার কাছে মনে হয় সি প্রোগ্রামিং প্রাকটিস করার জন্য উপরের লিংকগুলোই যথেষ্ট। আশা করি এর বেশি আর কোন ওয়েবসাইট বা আর কোন লিংক দরকার হবে না।
এইচএসসি আইসিটি মাহবুব স্যারের বই অথবা বোর্ড বই সহ যে কোন একটি বই থেকে কোডগুলো অনলাইনে বসে বসে প্রাকটিস করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ।